তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয়: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-01-14 18:47:29

জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।  চীনের তাইওয়ান অঞ্চলের নির্বাচনের ফলাফল নিয়ে শনিবার এক বিবৃতিতে এ  মন্তব্য করেন তিনি।

মুখপাত্র বলেন, তাইওয়ানে যে পরিবর্তনই ঘটুক না কেন, মূল সত্য যে বিশ্বে একটিই চীন রয়েছে এবং তাইওয়ান চীনের অংশ, এই সত্যের কোন পরিবর্তন হবে না।

মুখপাত্র আরও বলেন, এক-চীন নীতিকে সমুন্নত রাখার এবং "তাইওয়ানের স্বাধীনতা" বিচ্ছিন্নতাবাদ, "দুই চীন" এবং "এক চীন, এক তাইওয়ান" এর বিরোধিতা করার চীনা সরকারের অবস্থানের পরিবর্তন হবে না।

এক-চীন নীতি সমুন্নত রাখার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচলিত ঐকমত্য এবং এই নীতির দীর্ঘস্থায়ী ও অপ্রতিরোধ্য আনুগত্য পরিবর্তন হবে না বলে মুখপাত্র উল্লেখ করেন।

তিনি বলেন, "এক-চীন নীতি হল তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতার জন্য শক্ত নোঙ্গর।”

তিনি বলেন, "আমরা বিশ্বাস করি যে আন্তর্জাতিক সম্প্রদায় এক-চীন নীতি মেনে চলবে, এবং 'তাইওয়ানের স্বাধীনতা' বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের বিরোধিতা করার এবং জাতীয় পুনর্মিলন অর্জনের প্রচেষ্টার জন্য চীনা জনগণের ন্যায়সঙ্গত কারণ অনুধাবন  ও সমর্থন করবে।"

শান্তা/হাশিম

তথ্য: সিজিটিএন