জাতীয় পুনরুজ্জীবনের লক্ষ্যে প্রেসিডেন্ট সির আহ্বান
2024-01-14 18:45:37

জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় পুনরুজ্জীবনের জন্য বিচার বিভাগীয়, প্রকিউরেটরিয়াল ও জননিরাপত্তা সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি  পার্টির নিরঙ্কুশ নেতৃত্বকে সমুন্নত রাখতে এবং একটি শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি দিয়ে জাতীয় পুনরুজ্জীবনের ধারা চলমান রাখতে বিচার বিভাগীয় প্রকিউরেটরিয়াল এবং জননিরাপত্তা সংস্থার প্রতি আহ্বান জানান।

বিচার বিভাগীয়, প্রকিউরেটরিয়াল এবং জননিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট সি এবং তিনি এ তিন,সেক্টরের লোকদের আনুগত্যের সাথে তাদের দায়িত্ব পালন করতে এবং ভাল উদ্যোগ প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন। .

বেইজিংয়ে শনিবার ও রোববার বিচার বিভাগীয়, প্রকিউরেটরিয়াল এবং জননিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় সম্মেলন আহ্বান করায় সির গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে। সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ও আইন বিষয়ক কমিশনের সেক্রেটারি চেন ওয়েনছিং সির নির্দেশনা পৌঁছে দেন এবং একটি বক্তৃতা দেন।

সিপিসি কেন্দ্রীয় কমিটির সচিবালয়ের সদস্য এবং জননিরাপত্তা মন্ত্রী ওয়াং সিয়াওহোং  সম্মেলনে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য রাখেন।

সুপ্রিম পিপলস কোর্টের প্রেসিডেন্ট চাং চুন এবং সুপ্রিম পিপলস প্রকিউরেটর-এর প্রকিউরেটর-জেনারেল ইং ইয়ং সম্মেলনে যোগ দেন।

শান্তা/হাশিম