আবহাওয়ার পূর্বাভাসে চীনের নতুন প্রজন্মের সুপারকম্পিউটার
2024-01-14 18:41:32

জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: সুপারকম্পিউটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাসে নতুন প্রজন্মের প্রযুক্তি উন্মোচন করেছে চীন। যার মাধ্যমে এখন চীনসহ গোটা বিশ্বের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে পাওয়া যাবে আরো নিখুঁত ভবিষ্যদ্বাণী। শুক্রবার চীনের আবহাওয়া সংস্থা (সিএমএ) জানিয়েছে এ খবর।

নতুন এ সুপারকম্পিউটিং সিস্টেমের হাত ধরে ডিজিটালাইজেশনের পথে গতি পেলো চীনের আবহাওয়ার পূর্বাভাস প্রযুক্তি। আগের চেয়ে নতুন এ সিস্টেমের প্রসেসিং ক্ষমতা সাড়ে ছয় গুণ বেশি বলেও জানিয়েছে সিএমএ।

পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, আট দিনেরও বেশি সময় আগে আবহাওয়ার নিখুঁত পূর্বাভাস দিতে পারবে চীনের আবহাওয়া সংস্থার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম। আবহাওয়া পরিবর্তনের জরুরি সতর্কতা দেওয়া যাবে ৪৩ মিনিট আগে।

ঘূর্ণিঝড়ের গতিপথের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে এ প্রযুক্তিতে ত্রুটির মাত্রা নেমে এসেছে ৬২ কিলোমিটারে, যা চীনের আবহাওয়া দপ্তরের একটি রেকর্ড অর্জন এবং এর ফলে আবহাওয়া সংক্রান্ত বিশ্বসেরা প্রযুক্তিগুলোর একটিতে পরিণত হয়েছে এটি।

সিএমএ আরও জানায়, এই সুপারকম্পিউটিং সিস্টেমে তথ্য পাঠাবে গতবছর উৎক্ষেপণ করা চীনের তৈরি আবহাওয়া স্যাটেলাইট এফওয়াই-৩জি ও এফওয়াই-৩এফ, যে তথ্যের ওপর ভিত্তি করে চলবে আরও গবেষণা।

ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।