কুয়াশার চাদরে ঢাকা বাংলাদেশ
2024-01-14 18:38:26

জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: রাজধানীসহ পুরো বাংলাদেশেই তীব্র শীত অনুভূত হচ্ছে। রোববার সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি। এ কারণে কুয়াশার চাদরে ঢাকা পড়ে বাংলাদেশ। আবহাওয়া অফিস জানায়, পুরো জানুয়ারি মাস শীতের অনুভূতি থাকবে। তবে ১৬ থেকে ১৮ জানুয়ারির দিকে দেশজুড়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও ঝড়ো বাতাসসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

 বৃষ্টিপাত থেমে গেলে তাপমাত্রা কমে গিয়ে ২০ তারিখের পরে মৃদু বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আবার শুরু হতে পারে। বাতাসের গতিবেগ তুলনামূলকভাবে একটু বেশি থাকার কারণে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার পশ্চিমাঞ্চল ও খুলনার ওপরের দিকে যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা- এসব অঞ্চলে শীতের অনুভূতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রোববার সকাল ৬টায় দিনাজপুর জেলার তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঘন কুয়াশার কারণে শনিবার রাত থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরিচলাচল বন্ধ ছিল। সাড়ে ৬ ঘন্টা বন্ধ থাকার পর রোববার সকাল ৮টা ৩০ মিনিটে এই নৌরুটে আবার ফেরি চলাচল শুরু হয়।

শান্তা/হাশিম