চীন-কম্বোডিয়ার জনগণের মধ্যে বিনিময় বর্ষে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা
2024-01-14 18:43:39

জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীন-কম্বোডিয়ার জনগণের মধ্যে বিনিময় বর্ষ উপলক্ষ্যে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। শনিবার এ অভিনন্দন বার্তা পাঠান তিনি। 

চীন ও  কম্বোডিয়া চমৎকার সংস্কৃতির প্রাচীন সভ্যতা উল্লেখ করে লি বলেন, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের কৌশলগত দিকনির্দেশনা এবং কম্বোডিয়ার নেতৃত্বে দুই দেশের জনগণের অভিন্ন ভবিষ্যৎ নির্মাণ একটি নতুন যুগে প্রবেশ করেছে। পাশাপাশি পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক বিনিময় দুই দেশের জনগণের জন্য সুফল বয়ে এনেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ''চীন-কম্বোডিয়া 'ডায়মন্ড হেক্সাগন' সহযোগিতার কাঠামো দুই দেশের জনগণের মধ্যে বিনিময়ে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে কাজ করছে। উভয় দেশই এই বছরে সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা, শিল্প, শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা এবং স্থানীয় পর্যায়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার সুযোগ পাবে।'' 

তিনি আরও বলেন, চীনের মিং রাজবংশের নাবিক চং হ্য সমুদ্র অভিযানের সময় কম্বোডিয়ায় যাত্রাবিরতি করেছিলেন। এ ছাড়া বেয়ন মন্দিরের ধ্বংসাবশেষের খোদাই এক হাজার বছর আগে দুই দেশের জনগণের সম্পর্কের চিত্র তুলে ধরে, যা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রাণবন্ত প্রতিচ্ছবি। 

একই দিনে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতও চীন-কম্বোডিয়ার জনগণের মধ্যে বিনিময় বর্ষে অভিনন্দন বার্তা পাঠান।

নাহার/হাশিম

তথ্য ও ছবি- সিনহুয়া।