বসন্ত উৎসবের প্রস্তুতিতে মেতেছে চীন
2024-01-14 18:36:58

জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সবচেয়ে বড় সামাজিক উৎসব বসন্ত উৎসবের প্রস্তুতিতে এখন মেতেছে জনগণ। বসন্ত উৎসবের চীনা নাম ছুন চিয়ে। চীনের ঐতিহ্যবাহী লুনার ক্যালেন্ডার বা চান্দ্র বর্ষ পঞ্জিকা অনুসারে নতুন বছর শুরু হয় বসন্ত উৎসবের মধ্য দিয়ে। এ বছর ১০ থেকে ১৭ ফেব্রুয়ারি পালিত হবে বসন্ত উৎসব।

এই উৎসবের বিভিন্ন রীতি রেওয়াজ পালনের জন্য বিভিন্ন অনুষঙ্গ কেনাকাটায় ব্যস্ত এখন চীনের বিভিন্ন অঞ্চলের মানুষ। লণ্ঠন, ওয়াল হ্যাংগিং, কবিতা লেখা লাল কাগজ, নকশা করা কাগজ ও নানা রকম অনুষঙ্গ কেনা ও বানানোর জন্য ব্যস্ততার শেষ নেই তাদের। চীনা রাশিচক্র অনুযায়ী ২০২৪ সাল ড্রাগন বর্ষ। তাই ড্রাগন প্রতীক রয়েছে সব কিছুতেই।

শান্তা/হাশিম