লোহিত সাগরের শিপিং চ্যানেলে কড়া নজর রাখছে চীন’
2024-01-14 18:46:36

জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের বাণিজ্যিক খাতকে প্রভাবিত করে এমন একটি আন্তর্জাতিক রুটে নিজেদের অবস্থান ধরে রেখেছে চীন।

বেইজিংয়ে সম্পতি আয়োজিত এক আলোচনায় এই রুটটির অবস্থান লোহিত সাগরের শিপিং চ্যানেলে উল্লেখ করে চীনের অবস্থান পরিস্কার করে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ।

এই রুটে কিছু অনিয়ম হচ্ছে অভিযোগ করে চীনের কাস্টমস কমকর্তা ওয়াং লিংচুন বলেন, এসব অনিয়মের ব্যাপারে বেশ সতর্ক রয়েছে চীন সরকার, কারণ আন্তজার্তিক এই রুটের সঙ্গে বিশ্বের বিভিন্ন কোম্পানি বাণিজ্যিক স্বার্থ জড়িত।

তিনি বলেন,  “একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভবিষ্যদ্বাণী করছে, ‘কোভিড-১৯ প্রাদুর্ভাবের প্রভাব এখনো কাটেনি, তাই  বিশ্বব্যাপী বাণিজ্যিক কর্মকাণ্ড আর কখনোই আগের মতো শক্তিশালী হবে না।‘ আমরা মনে করি, ‘ক্রমবর্ধমান বাণিজ্য সুরক্ষা ভীষণ জরুরী। তবে আন্তর্জাতিক রুটে ভূ-রাজনৈতিক দ্বন্দ্ নিয়ে নানা জটিলতা রয়েছে। আসলে লোহিত সাগরের শিপিং চ্যানেল বিশ্ব বাণিজ্যকে বিপর্যস্ত করবে বলে সবাই আশঙ্কা করছে।“

তিনি আরও বলেন, বিশ্ববাসীকে জানিয়ে রাখি, এসব বিষয়ে চীন এখন আগের চেয়ে অনেক সতর্ক অবস্থানে রয়েছে। আশা করা হচ্ছে শিগগিরই সব কিছু স্বাভাবিক হবে। 

বৈদেশিক বাণিজ্যে চীন এখন দৃশ্যমান প্রতিযোগিতা করছে। এ বছর সব ধরনের সমস্যা মোকাবেলা করে আরও  নিঁখুতভাবে বাণিজ্যিক কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয় জানায় দেশটির কাস্টমস কর্মকর্তারা।

অভি/শান্তা

তথ্য: সিসিটিভি