বিপন্ন প্রজাতির লিফ মাংকির দেখা মিলেছে
2024-01-13 18:58:33

জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইউননান প্রদেশের মাংশি সিটির গভীর অরণ্যে সম্প্রতি দেখা মিলেছে বিরল প্রজাতির প্রাণী ফেইরি’স লিফ মাংকি বা পাতা বানরের। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার(আইইউসিএন) এর সদস্যরা সম্প্রতি এই প্রজাতির বানরের কিছু ভিডিও ফুটেজ ক্যামেরায় ধারণ করেন।

এই ফুটেজে দেখা গেছে ফেইরি’স লিফ মাংকির কয়েকটি পরিবার গভীর অরণ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের কোলে সোনালিপশমের ছানা রয়েছে।

এই প্রজাতির পাতা বানরের বৈশিষ্ট্য হলো তারা শাবক অবস্থায় সোনালি থাকে। জন্মের পাঁচ থেকে ছয়মাস পরে তাদের সোনালি রং ধীরে ধীরে হালকা ছাই রঙের হয়।

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে চীনের প্রচেষ্টার ফলে সাম্প্রতিক বছরগুলোতে পাতা বানরের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে মাংশি সিটির অরণ্যে পাঁচশর বেশি পাতা বানর বাস করছে।

এই প্রজাতির বানর চীনের সর্বোচ্চ জাতীয় সুরক্ষা গ্রেড একের অধীনে রয়েছে। ইউননান প্রদেশ ও পূর্ব মিয়ানমারে এই প্রজাতির বানর দেখা যায়।

শান্তা/রহমান