বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতার বৈঠক
2024-01-13 19:02:01

জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও শীর্ষ আইনপ্রণেতা চাও লেচির সঙ্গে বৈঠক করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু।  শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তারা দুই দেশের আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক আদান-প্রদান আরও জোরদারের আহ্বান জানান।

বৈঠকে চাও লেচি জানান, দুই রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনায় চীন-বেলজিয়াম তাদের পারস্পরিক সম্পর্কোন্নয়নের গতিশীল ধারা বজায় রাখতে পেরেছে। যার ফলে দুই দেশের নাগরিকদের উন্নয়নও হয়েছে দৃশ্যমান।

চলতি বছর চীন-বেলজিয়ামের সহযোগিতামূলক অংশীদারিত্বের এক দশকে পদার্পণের বিষয়টি উল্লেখ করে চাও লেচি বলেন, উভয়পক্ষের উচিত একে অপরের মূল স্বার্থ ও উদ্বেগের প্রতি সম্মান দেখানো এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি উন্নয়নে জোর দেওয়া।

চীনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ইতিবাচক সম্পর্ক গড়তে বেলজিয়াম গঠনমূলক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন চাও।

ডি ক্রু বলেন, চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, পারস্পরিক আস্থা বৃদ্ধি, অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতায় টেকসই উন্নয়নের প্রসারও আশা করে তার দেশ।

ফয়সল/হাশিম।

তথ্য ও ছবি: সিনহুয়া