কাওরান বাজার বস্তিতে আগুন, নারী ও শিশুর মৃত্যু , পুড়েছে ৩০০ ঘর
2024-01-13 19:07:05

জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের রাজধানীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে  তেজগাঁও কাওরানবাজার এলাকায় এক নারী ও এক শিশুর মৃত্যু ঘটেছে। আগুনে পুড়ে গেছে তিনশর বেশি ঘর।  এই  অগ্নিকাণ্ড ঘটেছে শুক্রবার দিবাগত রাত বা শনিবার ভোর ২টা ২৩ মিনিটে।  

শনিবার ভোরে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, তেজগাঁওয়ে বিএফডিসির পাশে মোল্লাবাড়ি বস্তিতে রাত ২টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এর কয়েক মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার, মিরপুরসহ আশ-পাশের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় ভোর ৩টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ক্ষতিগ্রস্তরা সিএমজি বাংলাকে জানান, এখানে অনেক দরিদ্র মানুষ বাস করেন যাদের অনেকেই কাওরান বাজারে মাছের আড়তের শ্রমিক। ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেক প্রতিবন্ধী ব্যক্তি এবং ভিক্ষুকও আছেন। তীব্র শীতের মধ্যে ঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে তাদের। ক্ষতিগ্রস্তরা আরও জানান, আগুনে বস্তির টিন, কাঠ ও বাঁশের তৈরি একতলা ও দোতলা তিন শতাধিক ঘর পুড়ে গেছে।

 এক নারী ও এক শিশুর মৃত্যুর ঘটনাও নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শান্তা/রহমান

ছবি: নাসরুল্লাহ মানসুর, সিএমজি বাংলা