শ্বেত রাজহংসের খেলা
2024-01-13 19:03:05

জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: হোয়াং হো নদীর জলাভূমিতে মনের আনন্দে খেলা করছে শ্বেত রাজহংস বা হোয়াইট সোয়ান। ওরা পরিযায়ী পাখি। বরফঢাকা সুদূর উত্তর থেকে শীতমৌসুমে উড়ে এসেছে উত্তর চীনের শানসি প্রদেশের ইয়ুনছাং এর  পিংলু কাউন্টিতে। ইয়েলো রিভার বা হোয়াং হোর তীরবর্তি জলাভূমিতে বাস করছে এরা। পিংলু ইয়েলো রিভার ওয়েটল্যান্ড গড়ে উঠেছে ৬০০০ হেকটর এলাকা নিয়ে। এখানে আবহাওয়া মনোরম, প্রচুর খাবার এবং নিরাপদ পরিবেশ। এরই আকর্ষণে শীত মৌসুমে এখানে আশ্রয় নেয় পরিযায়ী হোয়াইট সোয়ান পাখিরা।

জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় চীনের কয়েক বছরের সফল প্রচেষ্টায় এখন পরিযায়ী পাখির সংখ্যা বাড়ছে। নিরাপদে শীতকাল কাটালে এই জলাভূমিতে উড়ে আসছে পাখিরা।

শান্তা/হাশিম