চীন-বেলজিয়াম পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাতে সম্পর্ক জোরদারের আশা
2024-01-13 18:55:43

জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

শুক্রবার বেইজিংয়ে ওয়াং ই‘র সঙ্গে সাক্ষাতে লাহবিব বলেন, বেলজিয়াম তাইওয়ানের তথাকথিত স্বাধীনতাকে সমর্থন করে না এবং চীনের সঙ্গে স্থিতিশীল ও গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায় তার দেশ।

এর আগে বৃহস্পতিবার বেইজিংয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী একযোগে বেলজিয়াম দূতাবাস উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে হাদজা লাহবিব বলেন, উচ্চপর্যায়ে পারস্পরিক সহযোগিতা গভীর এবং চীনের জনগণের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে উন্মুখ বেলজিয়াম।

তিনি আরও বলেন, বেলজিয়াম আশা করে চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ হবে এবং আরও বেশি ইউরোপীয় কোম্পানি চীনের বাজারে প্রবেশ করবে।

ওয়াং জোর দিয়ে বলেন, চীন একটি শান্তিপূর্ণ উন্নয়ন এবং উন্মুক্তকরণের পথ অনুসরণ করবে।

তিনি বলেন, সুরক্ষাবাদের কোনও ভবিষ্যত নেই এবং ঢালাওভাবে সকল ক্ষেত্রে ‘ঝুঁকিমুক্ত’ থাকার সিদ্ধান্তটা বরং আরও বেশি ঝুঁকির দিকেই নিয়ে যাবে।

একটি বাজার-ভিত্তিক, আইন-ভিত্তিক এবং আন্তর্জাতিক ব্যবসার পরিবেশ গড়ে তুলতে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ওয়াং ই। তিনি বলেন, দেশটি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পরিবেশবান্ধব উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে সহযোগিতা জোরদার করতেও প্রস্তুত।

তথ্য ও ছবি: সিসিটিভি

-ফয়সল/হাশিম।