থিয়ানকং মহাকাশ স্টেশন থেকে পৃথক হলো থিয়ানচৌ-৬
2024-01-13 18:54:09

জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: থিয়ানকং মহাকাশ স্টেশন থেকে পৃথক হয়েছে কার্গো মহাকাশযান থিয়ানচৌ-৬। শুক্রবার বেইজিং সময় বিকাল ৪টা ২ মিনিটে নভোযানটি আলাদা হওয়ার পর সেটির নিজস্ব ফ্লাইট সিস্টেম চালু হয়। চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএস) এ তথ্য জানিয়েছে।

সিএমএস আরও জানায়, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর পরই মহাকাশযানটির বেশিরভাগ অংশ পুড়ে যাবে এবং সামান্য কিছু অংশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্বনির্ধারিত নিরাপদ অঞ্চলে গিয়ে পড়বে।

গত মে মাসে থিয়ানকং মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল থিয়ানচৌ-৬। জরুরি উপকরণ, স্পেসস্যুট, রক্ষণাবেক্ষণের উপাদান এবং স্পেস স্টেশনের জন্য জ্বালানি নিয়ে গিয়েছিল থিয়ানচৌ-৬।

এ বছরের প্রথম দিকে ওয়েনছাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে পরবর্তী কার্গো থিয়ানচৌ-৭ উৎক্ষেপণ করা হবে বলে আশা করা হচ্ছে।

তথ্য ও ছবি: সিজিটিএন

-ফয়সল/হাশিম।