চীনের বৈদেশিক বাণিজ্য ২০২৩ সালে ০.২ শতাংশ বেড়েছে
2024-01-12 21:48:10

জানুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মোট পণ্য আমদানি ও রপ্তানি ২০২৩ সালে ইউয়ানের পরিপ্রেক্ষিতে গেল বছরের একই সময়ের তুলনায় ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস(জিএসি) জানিয়েছে , ২০২৩ সালে দেশের বৈদেশিক বাণিজ্য ছিল ৪১.৭৬ ট্রিলিয়ন ইউয়ান(প্রায় ৫.৮৭ ট্রিলিয়ন মার্কিন ডলার)।

রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ০.৬  শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩.৭৭  ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে, যেখানে আমদানি এক বছরের আগের তুলনায় ০.৩ শতাংশ কমে ১৭.৯৯  ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে।  

সৌর ব্যাটারি, লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং বৈদ্যুতিক যানবাহন নামে প্রযুক্তিনির্ভর সবুজ ত্রয়ীর মোট রপ্তানি মূল্য ২০২৩ সালে ২৯.৯ শতাংশ বেড়ে ১.০৬  ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে৷

শান্তা/রহমান

তথ্য: সিজিটিএন, সিনহুয়া