সবচেয়ে বড় সলিড-প্রোপেল্যান্ট রকেট উৎক্ষেপণ করলো চীন
2024-01-12 22:15:07

জানুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: সলিড-প্রোপেল্যান্ট তথা নিরেট-জ্বালানিসম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় রকেটটির সফল উৎক্ষেপণ করেছে চীন। বৃহস্পতিবার গ্র্যাভিটি-১ উৎক্ষেপণের ফলে রকেটের ধারণক্ষমতায় চীন পৌঁছেছে এক নতুন উচ্চতায়।

বৃহস্পতিবার চীনের শানতোং প্রদেশের হাইয়াংয়ের উপকূলের একটি উৎক্ষেপণ সুবিধা আছে এমন জাহাজ থেকে বেইজিং সময় দুপুর ১টা ৩০ মিনিটে রকেটটি যাত্রা শুরু করে। নির্দিষ্ট কক্ষপথে একসঙ্গে তিনটি স্যাটেলাইট ছাড়বে এটি।

রকেটটি নির্মাণ করেছে ওরিয়েনস্পেস। প্রতিষ্ঠানটি জানায়, ৩০ মিটার উঁচু রকেটটির উড্ডয়নকালের গতিশক্তি ছিল ৬০০ নিউটন। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫০০ কিলোমিটার উপরে সান-সিনক্রোনাস কক্ষপথে ৪ দশমিক ২ টন ওজনের মহাকাশযান নিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে রকেটটির।

ওরিয়েনস্পেস আরও জানায়, গ্র্যাভিটি-১ রকেটের মাধ্যমে নিম্ন ও মাঝারি কক্ষপথে একযোগে বেশ কয়েকটি স্যাটেলাইট পাঠানো সম্ভব। জরুরি প্রয়োজনে কক্ষপথে বড় মহাকাশযানও পাঠানো যাবে এতে।

ওরিয়েনস্পেসের নিজস্ব প্রযুক্তির অল-সলিড বান্ডলিং প্রযুক্তিসম্পন্ন গ্র্যাভিটি-১ এ আছে চারটি সাইড বুস্টার। যার ফলে রকেটটির ধারণক্ষমতা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বাড়ানো সম্ভব হয়েছে। ফ্লাইট সিকোয়েন্সের মতো অন্য আরও কিছু প্রযুক্তির মাধ্যমে গ্র্যাভিটি-১ এর নিরাপত্তা ও নির্ভরযোগ্যতাও বাড়াতে পেরেছে ওরিয়েনস্পেস।

রকেটটির প্রধান নকশাকার বু সিয়াংয়েই জানালেন, ‘রকেটটি উড্ডয়নের সময় শুধু চারটি সলিড বুস্টার চালু হয়। তখন কোর স্টেজটি জ্বলে ওঠে না। বুস্টারের জ্বালানি শেষের পথে থাকলেই চালু হয় ওটা। এতে সলিড বুস্টারের জ্বালানি চেম্বারের সম্ভাব্য বিচ্যুতি এড়ানো সম্ভব হয় এবং রকেটটিও স্থিতিশীল থাকে।’

গ্র্যাভিটি-১ হলো চীনের প্রথম বান্ডেল ক্যারিয়ার রকেট যা সাগর থেকে উৎক্ষেপণ করা হয়েছে। মূলত, একটি চলমান প্লাটফর্ম থেকে মাঝারি আকারের শক্তিশালী ক্যারিয়ার রকেট উৎক্ষেপণে চীনের সক্ষমতার জানান দিল এই রকেট। ভবিষ্যতে একইভাবে সাগর থেকে তরল-জ্বালানি নির্ভর রকেট পাঠানোর দ্বারও উন্মোচন করলো গ্র্যাভিটি-১।

ফয়সল/শান্তা

তথ্য: সিসিটিভি ছবি: সিনহুয়া