শীতে কাঁপছে বাংলাদেশ
2024-01-12 22:18:25

জানুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের তিনজেলায় চলছে শৈত্যপ্রবাহ। সেইসঙ্গে সারাদেশেই জেঁকে বসেছে শীত।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার  সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নিকলি ও চুয়াডাঙ্গায়। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে ৯ দশমিক ৮ ও দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস ছিল। কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

ঢাকাসহ সারাদেশে তীব্র শীতের অনুভূতি রয়েছে। শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।

শান্তা/রহমান

ছবি: নাসরুল্লাহ মানসুর, সিএমজি বাংলা