সুন্দর চীন গড়ে তুলতে নতুন গাইডলাইন
2024-01-12 21:43:16

জানুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: ‘সুন্দর চীন’ বা ‘বিউটিফুল চায়না’ গড়ে তুলতে চীনের কমিউনিস্ট পার্টি এবং স্টেট কাউন্সিল সম্প্রতি নতুন নির্দেশিকা জারি করেছে।

একটি শক্তিশালী দেশ গঠনে এবং জাতীয় পুনরুজ্জীবন অর্জনের প্রক্রিয়ায়, নির্দেশিকা অনুসারে উন্নয়নকে প্রাধান্য দিতে হবে।

২০২৭ সাল নাগাদ, চীন প্রধান দূষকগুলির মোট নিঃসরণে ক্রমাগত হ্রাস এবং এর বাস্তুসংস্থানগত পরিবেশের মানের উন্নতি দেখতে পাবে।

২০৩৫ সালের মধ্যে, উৎপাদনের সবুজ পদ্ধতি এবং জীবনযাত্রার পদ্ধতিগুলো ব্যাপকভাবে বিকশিত হবে, কার্বন নির্গমন শীর্ষে পৌঁছে যাবে এবং অবিচ্ছিন্নভাবে হ্রাস পাবে এবং দেশের বাস্তুসংসংস্থানগত পরিবেশ মৌলিকভাবে উন্নত হবে।

এই শতাব্দীর মাঝামাঝি দিকে, চীনের পরিবেশগত সভ্যতা ব্যাপকভাবে উন্নত হবে, এর সবুজ বিকাশ এবং জীবনধারা পূর্ণ আকার ধারণ করবে এবং নির্দেশিকা অনুসারে এর মূল ক্ষেত্রগুলোর গভীর ডিকার্বনাইজেশন অর্জন হবে।

দেশটির বাস্তুসংস্থানগত পরিবেশও ততদিনে স্বাস্থ্যকর এবং সুন্দর হবে এবং সবদিক দিয়ে একটি সুন্দর চীন গড়ে উঠবে।

 

শান্তা/ রহমান

তথ্য: সিসিটিভি, সিজিটিএন