ভিসা আবেদন প্রক্রিয়া সরল করেছে চীন
2024-01-12 21:44:57

জানুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে বিদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সরল করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। যথাযথ কারণ দর্শানো সাপেক্ষে বিদেশি দর্শনার্থীদের চীনে পুনরায় প্রবেশের ভিসার আবেদন করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির জাতীয় অভিবাসন প্রশাসন (এনআইএ) ।

১১ জানুয়ারি থেকে বিদেশি দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে এনআইএ-এর চালু করা পাঁচটি পদক্ষেপের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে।

নতুন এ নীতির পরিপ্রেক্ষিতে, ভিসা আবেদনকারীদের হোটেল রিজারভেশন এবং ব্যবসায়িক লাইসেন্সের মতো কাগজপত্রগুলো তথ্য আদান-প্রদানের অফিসিয়াল প্লাটফর্মে থাকা সাপেক্ষে এ অনুমতি দেওয়া হবে।

ফয়সল/শান্তা

তথ্য: সিসিটিভি