চীনের সংস্কৃতি নিয়ে বর্ণাঢ্য পরিবেশনা
2024-01-12 21:46:34

জানুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরে শাংহাইতে অনুষ্ঠিত হয়েছে ‘চীনের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার’ বিষয়ে অনুষ্ঠানের দ্বিতীয় মৌসুমের উদ্বোধনী। বৃহস্পতিবার এই বর্ণাঢ্য আয়োজনে সারা দেশ থেকে এক হাজারের বেশি শিল্পী যোগ দেন। এই শিল্পীরা চীনের অবৈষয়িক সংস্কৃতিকে ধারণ করেন বলে ‘ইনহেরিটর’ হিসেবে পরিচিত।

চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে ১৩ মৌসুমের একটি অনুষ্ঠান নির্মাণ করেছে। এর প্রথম সিজনের অনুষ্ঠানটি ৩০ ডিসেম্বর প্রচারিত হয় এবং সিসিটিভি ১ চ্যানেল ও অন্যান্য ভাবে প্রথমেই ৭১০ মিলিয়নের বেশি দর্শক দেখেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের ইয়ানছাং, পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের ফুথিয়ান, দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের ছাওচৌ থেকে প্রতিনিধিরা আসেন। প্রথম সিজনের অনুষ্ঠান প্রচারের পর স্থানীয় সংস্কৃতি ও পর্যটনে যে ইতিবাচক প্রভাব পড়েছে সেকথা তুলে ধরেন তারা।

দ্বিতীয় মৌসুমে ধারাবাহিকভাবে দেখানো হবে বিভিন্ন লোকজ সংস্কৃতি, কারুশিল্প, লোকপ্রযুক্তি এবং ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনের বিভিন্ন ঘটনা।

শান্তা/রহমান