ভিসামুক্ত নীতিতে মালয়েশিয়ার সংস্কৃতি উপভোগ করছেন চীনা পর্যটকরা
2024-01-12 22:10:07

জানুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: মালয়েশিয়া ভ্রমণের অনন্য অভিজ্ঞতা নিতে সম্প্রতি দেশটিতে চীনা পর্যটক বেড়েছে। গতবছরের ডিসেম্বরের শুরুতে চীনের নাগরিকদের জন্য মালয়েশিয়া সরকার ভিসামুক্ত নীতি ঘোষণা করে। এতে করে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী গন্তব্যগুলোতে চীনের ভ্রমণপ্রেমীদের পদচারণা বেড়ে যাওয়ার সুফল পাচ্ছে দু’দেশই।

গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপ মালয়েশিয়ায় আছে নিরিবিলি বন, বিরল প্রাণী, আধুনিক নগরী ও নানা ধরনের থিম পার্ক। ভ্রমণচারীদের মনে যা তৈরি করে এক অনন্য ঐকতান। আর, অনুপম এ অভিজ্ঞতার কেন্দ্রে আছে দেশটির সুস্বাদু রন্ধনশৈলী।

মালাক্কা শহরটিকে বলা হয় মালয়েশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যর আঁতুড়ঘর। ৬০০ বছর আগে এ নগরীকে চীনের সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন চীনের অভিযাত্রিক চং হ। তখনই মূলত মালাক্কায় ছড়াতে শুরু করে চীনের সমৃদ্ধ সংস্কৃতির ডালপালা।

আজকের মালাক্কা শহরটি সাংস্কৃতিক বহুত্ববাদের চমৎকার উদাহরণ। এখানে দেখা যাবে সাংস্কৃতিক ঐতিহ্যের অনেক নিদর্শন। রয়েছে মেলাকা সুলতানাত প্রাসাদ, দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রাচীনতম কিছু ভবন, পর্তুগিজদের তৈরি দুর্গ এবং চং হ’র প্রতিষ্ঠা করা বাণিজ্য কেন্দ্র জোংকার ওয়াক।

মালয়েশিয়ায় একাধিকবার বেড়াতে গিয়েছেন চীনের পর্যটক লেই ফুগেন। তিনি জানালেন, ‘চীন এবং মালয়েশিয়ার ইতিহাস ও সাংস্কৃতিক মিলগুলোকে বলা যায় কালোত্তীর্ণ। মালাক্কায় ঘুরতে গিয়ে মনে হলো নিজের শিকড়েরই সন্ধান করছি।’

ফয়সল/শান্তা

তথ্য: সিসিটিভি