চীন-রাশিয়ার কৌশলগত যোগাযোগ দৃঢ় করার আহ্বান জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
2024-01-11 15:52:27

জানুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: দুটি দায়িত্বশীল গুরুত্বপূর্ণ দেশ হিসেবে চীন ও রাশিয়ার কৌশলগত যোগাযোগ আরও জোরদার করা উচিত। বুধবার এ কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে টেলিফোনে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় এ মন্তব্য করেন ওয়াং।

 

ওয়াং বলেন, বৈদেশিক বিষয় সম্পর্কিত কাজের সাম্প্রতিক কেন্দ্রীয় সম্মেলনে, চীনা বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট সি চিনপিং বড় দেশগুলোর কূটনীতি ব্যাপকভাবে পর্যালোচনা করেছেন। বিশেষ করে সমগ্র মানবজাতির জন্য একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থার ওপরও জোর দিয়েছেন প্রেসিডেন্ট সি।

 

চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং বলেন, একটি নতুন যুগের সূচনার পরিপ্রেক্ষিতে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত দিকনির্দেশনায়, চীন-রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব জোরেসোরে চলছে।

 

চলতি বছর চীন ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী এবং দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক বর্ষের সূচনার কথা উল্লেখ করে ওয়াং বলেন, দুই রাষ্ট্রপ্রধানের নির্দেশনা অনুসারে, এখন দুই দেশের উচিত একযোগে নানা ধরনের উদযাপন কার্যক্রম পরিচালনা করা।

 

শুভেচ্ছা বিনিময়কালে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, ২০২৩ সালে রাশিয়া-চীন সম্পর্কের ফলপ্রসূ ফলাফল এসেছে। এ ছাড়া, তিনি বলেন, অর্থনীতি, বাণিজ্য, ক্রীড়া ও সংস্কৃতিতে পারস্পরিক আদান-প্রদান জোরালো করার পাশাপাশি সফলভাবে চীন-রাশিয়া বর্ষ পালন করতেও রাশিয়া প্রস্তুত আছে। এ সময় রাশিয়া চীনের এক-নীতি দৃঢ়ভাবে মেনে চলে বলেও উল্লেখ করেন সের্গেই ল্যাভরভ।

ওয়াং বলেন, এ বছর ব্রিকসের সভাপতিত্ব গ্রহণকারী রাশিয়াকে সম্পূর্ণ সমর্থন করার পাশাপাশি ব্রিকস সহযোগিতাকে নতুন স্তরে নিয়ে যেতে দেশটির সঙ্গে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতেও প্রস্তুত রয়েছে চীন।

 

-ফয়সল

তথ্য: সিনহুয়া