গাড়ি রপ্তানিতে আবারো রেকর্ড চীনের
2024-01-11 15:55:51

জানুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: অত্যাধুনিক গাড়ি নির্মাণে সব সময় এগিয়ে চীন। মানসম্মত গাড়ি তৈরি করে এরইমধ্যে সুনাম কুড়িয়েছে চায়না অ্যাসোসিয়েশন অফ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স।

বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে অ্যাসোসিয়েশনটি জানায়, ‘চীনের অটোমোবাইল খাতের দ্রুত বিকাশ হচ্ছে। ২০২৩  সালের প্রথম ১১ মাসে ২ কোটি ৭০ লাখেরও বেশি গাড়ি তৈরি হয়েছে। বিক্রির সংখ্যাও আগের বছরের একই সময়ের রেকর্ড ভেঙেছে।’

২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রায় ৪৫ লাখ যানবাহন বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ বেশি। এর মধ্যে ১১ লাখ ‘নতুন-জ্বালানির গাড়ি’ তথা বিদ্যুৎচালিত গাড়ি রয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৮৩ শতাংশ বেশি।

 

অভি/ফয়সল/

 

তথ্য: সিসিটিভি