ইউক্রেন সংকট সমাধানে আলোচনা শুরুর আহ্বান চীনের
2024-01-11 15:56:48

জানুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক : ইউক্রেনে মানবিক পরিস্থিতির ক্রমাগত অবনতির পরিপ্রেক্ষিতে চীনের উদ্বেগের কথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কং শুয়াং। বুধবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে চীনের এ উদ্বেগের কথা জানান তিনি।

চলমান সংঘাতে সম্পৃক্ত সকলকে চীনের পক্ষ থেকে সংযম প্রদর্শনের পাশাপাশি দ্রুত শান্তি আলোচনারও প্রস্তাব দেন তিনি।

বৈঠকে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল রোজমেরি ডিকার্লো ইউক্রেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান।

কং শুয়াং বলেছেন, ইউক্রেনের সঙ্কট এখনও বিদ্যমান; ঘন ঘন আক্রমণে বেড়ে চলেছে বেসামরিক হতাহতের ঘটনা এবং মানবিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে।

তিনি আরও বলেন, সংঘাতে জড়িত পক্ষগুলো আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলার পাশাপাশি বেসামরিক অবকাঠামো—বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতেও সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে চীন।

কং বলেন, ‘ইতিহাস বারবার প্রমাণ করেছে কোনো যুদ্ধে কেউ বিজয়ী হয় না। সব পক্ষের উচিত নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতামূলক ও টেকসই দৃষ্টিভঙ্গির ধারণাকে সমর্থন করে রাজনৈতিকভাবে মীমাংসায় সচেষ্ট হওয়া।

সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় যুদ্ধরত পক্ষের মধ্যে যুদ্ধবন্দি বিনিময়কেও চীন স্বাগত জানায় বলে জানান কং।

 

ফয়সল

তথ্য ও ছবি- সিসিটিভি