ইন্দোনেশিয়ার যাত্রা সহজ করছে চীনের বানানো হাই স্পিড ট্রেন
2024-01-11 15:54:37

জানুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: ট্রেনযাত্রা বিশ্বজুড়েই জনপ্রিয়। আর বুলেট ট্রেন মানেই চোখের পলকে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। এজন্য চীনের বানানো উচ্চগতির ট্রেনগুলো জনপ্রিয়তা পেয়েছে বেশ কয়েকটি দেশের যাত্রীদের মধ্যে।

সম্প্রতি ইন্দোনেশিয়ায় চালু হয়  ‘জাকার্তা-বান্দুং হাই-স্পিড’ ট্রেন। দেশটির যাত্রীরা বেশ পছন্দ করেছেন ট্রেনটি।হুশ নামের এই ট্রেনে এখন পর্যন্ত ভ্রমণ করেছেন ১০ লাখেরও বেশি যাত্রী।

যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, উচ্চগতির এই রেল সংযোগ ইন্দোনেশিয়ার যোগাযোগ ব্যবস্থায় এনেছে আমূল পরিবর্তন।

দেশটির পরিবহন বিষয়ক সংস্থা ‘কেরাটা সিপাট ইন্দোনেশিয়া চায়না’ কম্পানির ব্যবস্থাপক এমির মন্টি বলেন, “আমরা কৃতজ্ঞ যে, যাত্রীরা এই উচ্চগতির ট্রেন ব্যাপক পছন্দ করছেন। এ রেল স্টেশন শুধু ভ্রমণের জন্য নয়, ঘুরে বেড়ানো ও আড্ডা দেওয়ার জায়গা হিসেবেও জনপ্রিয় হয়েছে।“

হুশ ট্রেনটি ইন্দোনেশিয়ার ব্যস্ততম শহর জাকার্তা ও বান্দুংয়ের মধ্যে নিশ্চিত করেছে দ্রুত যাতায়াত। যার সুফল পাচ্ছেন দেশটির সাধারণ মানুষ। 

কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ২০ হাজারেরও বেশি যাত্রী বহন করত সক্ষম ট্রেনটি।  এমির মন্টির প্রত্যাশা,  ট্রেনটি যানজট এবং দূষণ কমাতে বড় ভূমিকা রাখবে।

এতদিন দেশটির ২০ শতাংশ যাত্রী গণপরিবহণ হিসেবে ব্যবহার করতো বাস। যাতে কার্বন নিঃসরণ হতো বেশি। তাই পরিবেশের স্বার্থে ও নাগরিকদের দৈনন্দিন যাত্রা আরামদায়ক করতেই এ উদ্যোগ নেয় দেশটির সরকার।

মূলত সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে বিশ্ববাসীর জন্য সর্বাধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে চীন। এজন্য শুধু ইন্দোনেশিয়া নয়, আরও অনেক দেশেও জনপ্রিয়তা পাচ্ছে চীনের বুলেট ট্রেন প্রযুক্তি।

 

অভি/ফয়সল

তথ্য ও ছবি- সিসিটিভি