তাইওয়ানে ‘স্বাধীনতা’ ও শান্তির সহাবস্থান অসম্ভব
2024-01-11 15:48:16

জানুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: ‘তাইওয়ানের স্বাধীনতা’ এবং তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি একসঙ্গে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন স্টেট কাউন্সিল তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র চেন পিনহুয়া।

বুধবার ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) রাজনীতিবিদ এবং তাইওয়ানের আঞ্চলিক নেতার প্রার্থী লাই চিং-তের করা মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। 

সাই ইং ওয়েনের নীতির অনুসারী লাই চিং তের মন্তব্যের জবাবে মুখপাত্র চেন বলেন, “গেল আট বছরে তাইওয়ান প্রণালীর দুই তীরের সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। ‘তাইওয়ানের স্বাধীনতা’, সংঘর্ষ এবং ক্ষতির যে পথ সাই বেছে নিয়েছেন; লাই একই পথ অনুসরণ করার দাবি করেছেন। এর মানে হলো তিনিও তাইওয়ানকে শান্তি ও সমৃদ্ধি থেকে দূরে ঠেলে যুদ্ধ ও অর্থনৈতিক মন্দার দিকে নিয়ে যেতে চান।”

মুখপাত্র আরও বলেন, প্রণালীর দুই তীরের সম্পর্কোন্নয়নের মাধ্যমেই তাইওয়ানের অধিবাসীরা শান্তিপূর্ণ, প্রশান্তিময় এবং স্বচ্ছল জীবনযাপন করতে পারবে। 

চেন পিনহুয়া মনে করেন, ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির ‘তাইওয়ানের স্বাধীনতা’ নীতির চরম বিপর্যয় দেখবে তাইওয়ানের অধিবাসীরা। পাশাপাশি তারা দুই তীরের সম্পর্কের যে সন্ধিক্ষণে রয়েছে সেখানেও সঠিক পথ বাছাই করবে বলে প্রত্যাশা করেন তিনি।

 

/নাহার/ফয়সল