চীন-তিউনিসিয়া কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর: সি-সাইদ অভিনন্দনবার্তা বিনিময়
2024-01-10 16:35:18

জানুয়ারি ১০, সিএমজি বাংলা ডেস্ক: কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকীতে অভিনন্দনবার্তা বিনিময় করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ।

তাঁর বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, আন্তর্জাতিক দৃশ্যপট যেভাবেই পরিবর্তিত হোক না কে, চীন এবং তিউনিসিয়া গভীর ঐতিহ্যবাহী বন্ধুত্বের সাথে, ৬০ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের সুদৃঢ় এবং স্থির বৃদ্ধির সাক্ষী হয়েছে। সি স্মরণ করেন যে, ২০২২ সালের ডিসেম্বরে চীন-আরব রাষ্ট্র সম্মেলনের সময় তিনি এবং প্রেসিডেন্ট সাইদ গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন।

সি বলেন, চীন-তিউনিসিয়া দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের নতুন এবং বৃহত্তর অগ্রগতির জন্য তিনি সাইদের সাথে কাজ করতে ইচ্ছুক।

সাইদ বলেন, তিউনিসিয়া ও চীন দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও ফলপ্রসূ সহযোগিতা উপভোগ করে। সাম্প্রতিক বছরগুলোতে, উভয় পক্ষই অভিন্ন মূল্যবোধকে মেনে চলেছে, দ্বিপাক্ষিক সম্পর্ক সুসংহত ও সম্প্রসারণে গুরুত্ব দিয়েছে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সহযোগিতা পরিচালনা করেছে।

তিউনিসিয়া চীনের সঙ্গে সকল ক্ষেত্রে বিস্তৃত সম্ভাবনার সাথে একটি নতুন ধরনের অংশীদারিত্ব গড়ে তুলতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে উচ্চ স্তরে উন্নীত করতে ইচ্ছুক বলে জানান সাইদ।

হাশিম/ঐশী।