২০২৩ সালে দ্রুত বেড়েছে চীনের এসএমই
2024-01-10 16:30:40

জানুয়ারি ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীন সরকারের ধারাবাহিক নীতিগত সমর্থনের কারণে গতবছর দেশটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো (এসএমই) তাদের উন্নয়নের গতিশীল ধারায় ফিরতে পেরেছে। বুধবার চীনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সমিতির তথ্যে এমনটা জানা গেছে।

দেশটির তিন হাজার এসএমই'র তথ্য নিয়ে পরিচালিত জরিপে দেখা গেছে, এ বছর ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন সূচক দাঁড়িয়েছে ৮৯ পয়েন্টে। আগের বছর থেকে যা ১ দশমিক ১ পয়েন্ট বেশি। বছরজুড়ে সর্বোচ্চ সূচক ছিল ৮৯ দশমিক ৬ ও সর্বনিম্ন ছিল ৮৮ দশমিক ৯ পয়েন্ট।

চীনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংগঠনের মহাসচিব সিয়ে চি বলেছেন, বছরজুড়ে এসএমইগুলোকে নানা ধরনের সমর্থন দিতে বেশ কয়েকটি নীতি চালু করেছে চীন। আর এতেই আত্মবিশ্বাস বেড়েছিল প্রতিষ্ঠানগুলোর।’

তিনি আরও জানান, ব্যয় বৃদ্ধির হাত ধরে পর্যটন, ভ্রমণ ও খাবারের ব্যবসা দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এসএমইগুলোরও উন্নয়ন ঘটেছে।

বছরজুড়ে এ শিল্প প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শ্রেণিসূচকে ইতিবাচক ধারায় ছিল। সূচকগুলোর মধ্যে আছে সাধারণ ব্যবস্থাপনা, ব্যাষ্টিক অর্থনীতি এবং ইনপুট সূচক।

চিয়ে জানান, আটটি বড় ঘরানার শিল্প-কারখানার মধ্যে সেরা তিনের তালিকায় আছে পরিবহন, নির্মাণ, আবাসন ও ক্যাটারিং। এগুলোর শিল্প সূচক বেড়েছে যথাক্রমে ১.৫, ১.৪ ও ১.৩ পয়েন্ট।

-ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস/সিজিটিএন।