যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থিতিশীল সামরিক সম্পর্কের আহ্বান চীনের
2024-01-10 16:28:59

জানুয়ারি ১০, সিএমজি বাংলা ডেস্ক: সমতা ও সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সুস্থ ও স্থিতিশীল সামরিক সম্পর্কের আহ্বান জানিয়েছে চীন। বুধবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

গত সোম ও মঙ্গলবার ওয়াশিংটনে ১৭তম প্রতিরক্ষা নীতি সমন্বয় আলোচনা অনুষ্ঠানের পর চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের উচিত তাদের সম্মুখ বাহিনীকে কঠোরভাবে সংযত রাখা এবং নিরাপত্তা ইস্যু নিয়ে অযথা উত্তেজনা তৈরি না করা।

সান ফ্রান্সিসকোতে দুই দেশের পারস্পরিক সামরিক সম্পৃক্ততা বিষয়ক বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে কাজ করতে ইচ্ছুক বলেও জানানো হয়েছে চীনের পক্ষ থেকে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘চীনের উদ্বেগগুলো যুক্তরাষ্ট্রকে গুরুত্ব সহকারে নিতে হবে এবং পারস্পরিক সামরিক সম্পর্কোন্নয়নে অবদান রাখার মতো তাদের আরও কিছু করার আছে।‌’

চীন জোর দিয়ে বলেছে, তাইওয়ান প্রশ্নে চীন কোনো আপস করবে না। বিবৃতি বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে এক-চীন নীতি মেনে চলতে হবে এবং এ সংক্রান্ত যাবতীয় প্রতিশ্রুতিতেও সম্মান দেখাতে হবে।

আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেন তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করে এবং তাইওয়ানের তথাকথিত স্বাধীনতার প্রতি সমর্থন না জানায়।

এ ছাড়া, দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও উস্কানি কমাতে এবং একটি নির্দিষ্ট দেশের উস্কানিমূলক কর্মকাণ্ডকে সমর্থন করা বন্ধ করতেও মার্কিন পক্ষকে আহ্বান জানিয়েছে চীন।

আলোচনায় চীনের পক্ষ থেকে চীনের মূল স্বার্থ এবং আন্তর্জাতিক হট-স্পট ইস্যুগুলোর বিষয়ে চীনের কঠোর অবস্থান ও উদ্বেগগুলো বিশদভাবে বর্ণনা করা হয়েছে।

-ফয়সল/হাশিম

তথ্য: সিজিটিএন।