কৃত্রিমবুদ্ধিমত্তা সম্পন্ন বুলেট ট্রেন আনছে চীন
2024-01-10 16:37:10

জানুয়ারি ১০, সিএমজি বাংলা ডেস্ক: নিজস্ব প্রযুক্তিতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হাই-স্পিড বুলেট ট্রেনের ‘সিআর-৪৫০’ পরীক্ষামূলক সংস্করণ ২০২৪ সালে চালু করবে চীন। মঙ্গলবার চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।

দেশটির ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২১-২০২৫) বিজ্ঞান ও প্রযুক্তি খাতে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তার মধ্যে অন্যতম এই হাই-স্পিড বুলেট ট্রেন। এরইমধ্যে প্রকল্পটি বাস্তবায়নে বিস্তর গবেষণা ও পরীক্ষা চালিয়েছে দেশটি।

গত বছরের জুন মাসে দক্ষিণ-পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের ফুছিং থেকে ছুয়ানচৌ পর্যন্ত ফুচৌ-সিয়ামেন হাই-স্পিড রেলপথে এই বুলেট ট্রেনটির পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় ট্রেনটি ঘণ্টায় ৪৫৩ কিলোমিটার বেগে চলে।

সম্প্রতি উচ্চ-গতির রেল পরিচালনা, সুবিধা এবং যাত্রী পরিবহনে বিশেষ গুরুত্ব দিয়েছে চায়না রেলওয়ে। ২০২৩ সালে চীনে মোট ৩ দশমিক ৬৮ বিলিয়ন ট্রেন ট্রিপ পরিচালনা করা হয়।

শুভ/নাহার/হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।