চীনের চিয়ালিং নদীতে শিপিং হাব প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে
2024-01-10 18:34:57

জানুয়ারি ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের চিয়ালিং নদীর উপর নির্মাণাধীন শিপিং হাব প্রকল্পে একটি বাঁধ সফলভাবে যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটির প্রকৌশল কাজে নতুন দৃষ্টান্ত তৈরী হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ছোংছিং  মিউনিসিপালটির ছিয়ানতাং টাউনে অবস্থিত এই প্রকল্পটি চিয়ালিং নদীর মূল স্রোতে গিয়ে  বিস্তৃত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এটি শিপিং হাব ছেংতু- ছোংছিং  অর্থনৈতিক বৃত্ত কাঠামোর জন্য একটি চমৎকার প্রকল্প।

এর নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে, প্রকল্পটি সিচুয়ান এবং ছোংছিং কে সংযুক্ত করার জন্য ব্যাপক পরিসরে পরিবহন নেটওয়ার্ক স্থাপন করবে।

 এ ছাড়া চীনের ইয়াতচি নদীর তীরে নির্মাণ করবে "গোল্ডেন গেটওয়ে", যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন যোগাযোগ খাতের বিশেষজ্ঞরা।

সব মিলিয়ে ধারণা করা হচ্ছে ইয়াতচি নদীর অর্থনৈতিক বেল্টে বন্ধুত্বপূর্ণ উন্নয়নে বড় অবদান রাখবে এই প্রকল্প।

অভি/হাশিম।