সমুদ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে চীনের অত্যাধুনিক প্রমোদতরী
2024-01-09 17:38:44

জানুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: সমুদ্রের বুকে যে কোন যাত্রায় এক অন্যরকম মাত্রা এনে দেবে পিয়ানো ল্যান্ড নামের একটি প্রমোদতরী।

বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি জুড়ে দেওয়া হয়েছে বিশাল আকৃতির এই প্রমোদতরীতে, যা ভ্রমণপ্রিয় মানুষগুলোর জন্য সুখবর নিয়ে এসেছে ‘পিয়ানো ল্যান্ড’ নামের এই ক্রুজ শিপ। শিগগিরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এটিকে।

এই জাহাজটিকে এরইমধ্যে সমুদ্রে নামিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে চীনা কর্তৃপক্ষ। পর্যাপ্ত মালামালসহ ও বেশ কয়েকজন যাত্রীসহ পরীক্ষামূলকভাবে দেশটির ফুচিয়ান প্রদেশের সিয়ামেন বন্দর থেকে এটিকে ভাসিয়ে দেওয়া হয়।

নান্দনিক নকশায় নির্মিত এই প্রমোদতরীটি নজর কেড়েছে সবার। এটি নির্মাণে তত্ত্বাবধানের দায়িত্বের রয়েছে চীনের সিয়ামেন ক্রুজ পোর্ট কাস্টমস। কী পরিমাণ ওজন এটি বহন করতে পারবে, সে ব্যাপারে খুঁটিনাটি নানামাত্রিক তথ্য লিপিবদ্ধ করে রাখছেন জাহাজশিল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই তথ্যগুলো আমলে নিয়ে জাহাজটির কাঠামোতে পরিবর্তন ও সংশোধনী আনতেই এতসব আয়োজন করেছে সিয়ামেন ক্রুজ পোর্ট কাস্টমস কতৃপক্ষ।

আন্তর্জাতিক মানের ক্রুজ শিপ নির্মাণ করে এভাবেই বিশ্বের নজর কাড়ছে চীনের একদল চৌকস প্রকৌশলী ও স্থপতি।

 

অভি/রহমান

তথ্য: সিসিটিভি/সিএমজি বাংলা