ত্রিপক্ষীয় ইন্দো-প্যাসিফিক সংলাপের যৌথ বিবৃতি প্রত্যাখ্যান চীনের
2024-01-09 17:41:48

জানুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: ত্রিপক্ষীয় ইন্দো-প্যাসিফিক সংলাপের পর মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে, তা প্রত্যাখ্যান করেছে চীন।

সোমবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন,   "সহযোগিতার নামে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, চীনকে আক্রমণ, নানা বিষয়ে চীনকে অপবাদ দেওয়া এবং সংঘাত সৃষ্টিরর যে অপচেষ্টা এই দেশগুলো করছে, তার বিরোধিতা করছি আমরা।”  

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ৬ জানুয়ারি প্রকাশিত ওই বিবৃতিতে দক্ষিণ চীন সাগর নিয়ে ‘চীনের দাবি এবং ‘উত্তেজনাসৃষ্টিকারী আচরণ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। পাশাপাশি তাদের ত্রিপক্ষীয় সামুদ্রিক নিরাপত্তা এবং আইন প্রয়োগে সহযোগিতা অব্যাহত রাখার কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে।

মুখপাত্র বলেন, “দক্ষিণ চীন সাগরের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল। চীন তার নিজস্ব ভৌগোলিক অখণ্ডতা, সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এ অঞ্চলের বাইরের কয়েকটি দেশ দক্ষিণ চীন সাগরে তাদের ক্ষমতা দেখিয়ে সংঘাতের উস্কানি দিচ্ছে, যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য অনুকূল নয়।”  

মাও বলেন, "আমি জোর দিয়ে বলতে চাই যে, তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তাইওয়ান প্রশ্নটি সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়। তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চাবিকাঠি হলো এক-চীন নীতিকে সমর্থন করা এবং ‘তাইওয়ানের স্বাধীনতার’ পথে বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপের দৃঢ় বিরোধিতা করা।”

নাহার /রহমান

তথ্য ও ছবি- চায়না ডেইলি /সিনহুয়া