চীনের সেমিকন্ডাক্টর শিল্পকে দমন করতে চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র
2024-01-09 17:36:15

জানুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় নিরাপত্তার নামে চীনের সেমিকন্ডাক্টর শিল্পকে পেছনের দিকে নিয়ে যেতে উন্নতমানের চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র, যা পুরোপুরি অর্থনৈতিক বুলিং বলে মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি জানান, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর রপ্তানি নিষেধাজ্ঞা বৈষম্যমূলক। এটি জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড চুক্তির অনুচ্ছেদ ১-এর লঙ্ঘন। চীনের টেলিকম সংস্থাগুলোকে কালো তালিকাভুক্ত করা এবং সাইবার নিরাপত্তা রক্ষার নামে চীনের টেলিকম কোম্পানিগুলোকে মার্কিন বাজারে প্রবেশ করতে না দেওয়া চুক্তির ১১ নাম্বার অনুচ্ছেদ নীতিকেও লঙ্ঘন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, “জাতীয় নিরাপত্তার অজুহাত চীনে চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা যে পদক্ষেপ গ্রহণ করেছে তা স্পষ্টভাবে জাতীয় সুরক্ষার সীমার বাইরে চলে গেছে। পাশাপাশি বেসামরিক কাজে ব্যবহারের জন্য আমদানি করা সাধারণ চিপগুলোর স্বাভাবিক বাণিজ্যকেও মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে।”

তিনি উদাহরণ হিসেবে এনভিডিয়া আরটিএক্স-৪০৯০ গ্রাফিক্স কার্ডের প্রসঙ্গে টেনে বলেন, “এটি ভিডিও গেমারদের জন্য গ্রাফিক্স কার্ড। কিন্তু মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার কারণে কোম্পানিটি চীনের বাজার থেকে এই পণ্যটি  তুলে নিতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্র কিছু দেশে চাইনিজ কোম্পানিগুলোকে দমন করতে এবং বাজারে নিজেরা প্রবেশ করতে এই কাজ করেছে। নিরাপত্তার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।”

প্রসঙ্গত, চীন যাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিজেদের নিয়ন্ত্রণে নিতে না পারে সেজন্য বিধিনিষেধ আরোপ করেছে জো বাইডেন প্রশাসন। বেইজিংয়ের প্রযুক্তিগত উন্নয়ন ও সামরিক বাহিনীতে ব্যবহার ঠেকাতে সম্প্রতি বেশকিছু নীতিমালা ঘোষণা করেছে ওয়াশিংটন। প্রযুক্তিতে চীনের অগ্রগতি ঠেকাতে যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে উঠেছে। সে জন্য দেশটি চীনের কাছে চিপ তৈরির উপকরণ বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছে এবং সেই নিষেধাজ্ঞার আওতা দিন দিন বাড়ছে।

শুভ/রহমান

তথ্য ও ছবি: সিনহুয়া