২০২৪ সালে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে
2024-01-09 17:39:46

জানুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রপ্তানি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ডিসেম্বরে দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হওয়ার প্রেক্ষাপটে চলতি ২০২৪ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভে মাঝারি প্রবৃদ্ধি আশা করা হচ্ছে। 

এদিকে, দেশের সরকারী সোনার রিজার্ভ ২০২৩ সালে গত আট বছরে মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। এটি ডলার নির্ভরতা কমিয়ে চীনের রিজার্ভকে আরও বৈচিত্রময় করার সুযোগ এনে দেবে।

গত বছরের শেষ পর্যন্ত চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩.২৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২১ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। আর স্বর্ণের রিজার্ভ টানা ১৪তম মাসে বেড়েছে।

হাশিম/রহমান

তথ্য ও ছবি: চায়না রেডিও।