পার্টির আত্মসংস্কার ও দুর্নীতি দমনে জোর দিলেন সি চিনপিং
2024-01-09 17:35:10

জানুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সংস্কারে গতি আনার পাশাপাশি দীর্ঘসূত্রতা কাটিয়ে দুর্নীতির বিরুদ্ধে চলমান লড়াইয়ে জেতার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

গত সোমবার ২০তম সিপিসি সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইনসপেকশনের (সিসিডিআই) তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

সি বলেন, গত ১০ বছরের ক্রমাগত প্রচেষ্টায় দুর্নীতির দমনে দুর্দান্ত অগ্রগতি হয়েছে, তবে পরিস্থিতি এখনও জটিল পর্যায়ে আছে।

দীর্ঘস্থায়ী এ লড়াইয়ে জিততে আরও প্রচেষ্টার দরকার আছে উল্লেখ করে প্রেসিডেন্ট সি বলেন, দুর্নীতির নতুন নতুন ধরন এবং এর বিস্তার সম্পর্কে আমাদের পরিপূর্ণভাবে সচেতন হতে হবে।

অধিবেশনে সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সি উল্লেখ করেন, সর্বস্তরে ২০তম সিপিসি ন্যাশনাল কংগ্রেসের নির্দেশক নীতিমালাগুলোর বাস্তবায়নের প্রথম বছর পেরিয়েছে ২০২৩ সালে।

তিনি বলেন, গত ১০ বছরে, পার্টির মধ্যে কঠোর স্বশাসন অনুশীলনের মাধ্যমে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ কিছু ফলাফল পাওয়া গেছে, যা বলে দেয়, সিপিসি’কে কেন আত্মসংস্কারে যাওয়া উচিত।

সি বলেন, কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে যোগসাজশের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে লড়াই অগ্রাধিকার পাবে।

মুনাফা-কেন্দ্রিক অপব্যবহার দৃঢ়ভাবে দমন করার পাশাপাশি বিভিন্ন ক্ষমতাধর গোষ্ঠীকে রাজনৈতিক অঙ্গনে অনুপ্রবেশ করা থেকে বিরত রাখার প্রচেষ্টার আহ্বানও জানান তিনি।

সি বলেন, দুর্নীতিবিরোধী আইনগুলো ক্রমাগত প্রচার করা উচিত। দলের মধ্যে শৃঙ্খলা বিষয়ক শিক্ষামূলক প্রচারের আহ্বানও জানান চীনের প্রেসিডেন্ট।

রাজনৈতিক পরিমণ্ডলে শুদ্ধতা আনতে ব্যবসায়িক লেনদেনগুলো যাতে পার্টির রাজনীতিতে প্রবেশ না করে সেটা নিশ্চিতের পাশাপাশি কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে অসদাচরণ সংশোধনে কঠোর প্রচেষ্টা চলমান রাখারও আহ্বান জানান তিনি।

- ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিনহুয়া