স্বেচ্ছায় রক্তদানে মাইলফলক অর্জন চীনের
2024-01-09 17:37:25

জানুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: স্বেচ্ছায় রক্তদানে মাইলফলক অর্জন করেছে চীন। সোমবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, চীনে ১৯৯৮ সালে রক্তদান আইন বাস্তবায়নের পর থেকে, স্বেচ্ছায় রক্তদানের পরিমাণ এবং দাতাদের সংখ্যা উভয়ই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি রোগীদের জন্য প্রয়োজনী রক্ত কেবল স্বেচ্ছায় রক্তদানকারীদের থেকেই নেওয়া হচ্ছে।

জাতীয় স্বাস্থ্য কমিশন বলেছে, কমিউনিস্ট ইয়ুথ লিগ অব চায়না এবং রেড ক্রস সোসাইটির স্বেচ্ছাসেবকদের সংগঠিত করা উচিত, যাতে সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করা এবং দাতাদের জন্য পরিসেবা উন্নত করা যায়।  

কমিশন আরও বলেছে, স্বাস্থ্য বিভাগ এবং সামরিক স্বাস্থ্য বিভাগগুলোকে রক্ত ব্যবস্থাপনার তথ্য আদান-প্রদানে আরও সক্রিয় হতে হবে এবং রক্তদান পরিসেবাগুলোকে আধুনিকীকরণ করতে হবে।

২০২১ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বব্যাপী রক্তের নিরাপত্তা এবং প্রাপ্যতার প্রতিবেদনে দেখা যায়, স্বেচ্ছায় রক্তদান, রক্তের গুণমান এবং রোগীদের জন্য রক্ত ব্যবহারের ক্ষেত্রে শীর্ষে রয়েছে চীন।

নাহার/রহমান

তথ্য ও ছবি- সিসিটিভি