সিয়ামেনের বিভিন্ন প্রদর্শনীতে ৬০০ কোটি ইউয়ানের চুক্তি সই
2024-01-08 15:43:37

জানুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: সদ্যসমাপ্ত বছরে পূর্ব চীনের সিয়ামেন বন্দর শহরে ১১৮টি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসব প্রদর্শনীতে প্রায় ৬০০ কোটি ইউয়ান বা ৮৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়।

ফুচিয়ান প্রদেশের উপকূলীয় শহর সিয়ামেনের এসব প্রদর্শনী স্থানীয় কোম্পানিগুলোকে বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করছে।

সিয়ামেনের একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানির ‘সাকা’। এ কোম্পানি প্রধানত ক্রীড়াপোশাক তৈরি করে। ব্যবসায়িক কাজে কোম্পানিটি দীর্ঘদিন ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে আসছিল, তবে সাম্প্রতিক প্রদর্শনীগুলো আয়োজনের পর প্রতিষ্ঠানটি ক্লায়েন্টদের সঙ্গে মুখোমুখি বৈঠক করে ব্যবসায়িক চুক্তি করে, যা কোম্পানিটির ব্যবসাকে আরও সম্প্রসারিত করেছে। পাশাপাশি বিভিন্ন প্রদর্শনীতে আগত অন্যান্য দেশের ক্রেতাদের সঙ্গেও এ কোম্পানির বৈঠক অনুষ্ঠিত হয়।

সিয়ামেন সাকা স্পোর্টস কোম্পানির মহাব্যবস্থাপক চিয়াং হং বলেন, “নতুন বছরে আমরা এরই মধ্যে ৩ কোটি ইউয়ান মূল্যের অর্ডার পেয়েছি।”

কোম্পানিটি সক্রিয়ভাবে জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন প্রদর্শনীতেও অংশগ্রহণ করছে।

নতুন বছরের শুরুতে সিয়ামেনের কোম্পানিগুলো বিদেশি প্রদর্শনীতে অংশগ্রহণ অব্যাহত রেখেছে। বছরের প্রথমার্ধে আয়োজন করা হবে এমন সব প্রদর্শনীর জন্য এ অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছে।

শুভ/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি