একক সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ
2024-01-08 15:39:47

ঢাকা, জানুয়ারি ০৮: বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্যে রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের জাতীয় সংসদের ৩শ আসনে সরাসরি নির্বাচন হয়। তবে নির্বাচনের কয়েকদিন আগে নওগাঁর একটি আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় এবার ভোট অনুষ্ঠিত হয়েছে ২৯৯টি আসনে। এছাড়া একটি কেন্দ্রে অনিয়ম হওয়ায় ময়মনসিংহ-৩ আসনের ভোটের ফল ঘোষণা স্থগিত করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন-ঘোষিত বাকী ২৯৮ আসনের বেসরকারি ফলাফলে দেখা যায়, ২২৩টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ক্ষমতাসীনদের পর সবচেয়ে বেশি জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের সংখ্যা ৬১। এছাড়া বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে।

এবার ক্ষমতাসীন দলের প্রতীক নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলটির নেতারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেশের প্রায় সবগুলো আসনে, যা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আগে ঘটেনি।

এ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে দলটি। এরপর থেকে একটানা ক্ষমতায় রয়েছে। - রহমান