বিশালাকৃতির আইসব্রেকারে গবেষণা চলছে সমুদ্রে
2024-01-08 15:41:59

সিএমজি বাংলা ডেস্ক, জানুয়ারি ৮: ‘সুয়েলং টু’ নামের একটি বিখ্যাত আইসব্রেকার জাহাজে চড়ে সম্প্রতি বৈজ্ঞানিক গবেষণাকাজ করেছেন চীনের অ্যান্টার্কটিক অভিযান দল।

আমুন্ডসেন সাগরে বৈজ্ঞানিক অভিযান পরিচালনা করে এই গবেষক দল। এ পর্যন্ত ৪০ বারের মতো অভিযান পরিচালনা করেছেন এই অ্যান্টার্কটিক অভিযান দলের চৌকশ সদস্যরা।

এবারের অভিযানে বেশ কিছু বৈজ্ঞানিক বিষয় সামনে এনেছেন তারা। এ সময় সমুদ্র থেকে পানির নমুনা নিয়ে নানা মাত্রিক বিশ্লেষণ করেন তারা।

সমূদ্র বিষয়ক নানারকম গভীর গবেষণা আরও আগে থেকেই শুরু করে চীনের এই বৈজ্ঞানিক দল। আর এভাবেই বৈজ্ঞানিক কাজে নিজেদের সমৃদ্ধ করছে চীনের গবেষক দল।

অভি/রহমান
তথ্য: সিনহুয়া