‘বিআরআই চীনের ঋণফাঁদ’-এটা ঘোরতর মিথ্যা অপপ্রচার: মুজাহিদুল ইসলাম সেলিম
2024-01-08 19:36:14

জানুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক:  ‘বেল্ট এন্ড রোড’ উদ্যোগ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে চীনের ঋণফাঁদ- এমন বক্তব্যকে ঘোরতর মিথ্যা অপপ্রচার হিসেবে অভিহিত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

৫ জানুয়ারি সিএমজি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এমন কথা বলে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আসলে বিষয়টা কী- ব্যাখ্যা করে তিনি বলেন, এতদিন পর্যন্ত ধনী দেশগুলো গরীব দেশগুলোর ওপর শোষণ চালিয়ে তাদের সম্পদ পাচার করেছে। সেই কাজটা বাধাগ্রস্ত হয়ে যায়, যখন পশ্চিমা দুনিয়ার কাছে হাত না পেতে, চীনের নিঃস্বার্থ সাহায্য এবং সহযোগিতা নিয়ে উন্নয়নশীল দেশগুলো নিজের ভিত্তিটাকে গড়ে তুলছে।

অর্থনীতির ছাত্র ও বিশ্লেষক হিসেবে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, পরিষ্কার হিসাব করে দেখা যায়, চীনের কাছ থেকে সাহায্য নিয়ে সেটা বিনিয়োগ করে সংশ্লিষ্ট দেশগুলো অনেক বেশি রিটার্ন পাচ্ছে। স্বল্প-মেয়াদি, মধ্য-মেয়াদি কিংবা দীর্ঘ-মেয়াদি কোনো সহায়তা নিয়েই উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং লাভবান হচ্ছে।

কাজেই উন্নয়নশীল দেশগুলোকে ‘ডলারের শৃঙ্খলে’ আটকে রাখতে এবং নিজেদের সুদের কারবার চালাতেই পশ্চিমা দেশগুলো চীনের চরিত্র হননের চেষ্টা করছে।

কিন্তু, এ মিথ্যা অপপ্রচার কোনদিনই মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না।

মৌলিকভাবে চীন ‘বেল্ট এন্ড রোড’ উদ্যোগের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, দেশে দেশে যেটা করছে, সেটা আন্তর্জাতিক সহযোগিতায় একটা নুতন মাত্রা যোগ করেছে।

হাশিম/রহামন।