চীনের নেতৃত্বে বিশ্বে বিকল্প মেরুকরণ ঘটছে: মুজাহিদুল ইসলাম সেলিম
2024-01-07 14:54:12

জানুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিপরীতে চীনের নেতৃত্বে বিশ্বব্যাপী আরেকটি মেরুকরণ ঘটছে বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র প্রাক্তন সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

সিএমজি বাংলার সঙ্গে ৫ জানুয়ারি একান্ত সাক্ষাৎকারে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কেউ চান বা না চান, বিশ্ব এখন ভাগ হয়ে গেছে। একদিকে সেইসব দেশ যারা দানবীয় চরিত্র নিয়ে পুরানো উপনিবেশিক কায়দায় দুনিয়ার উপর খবরদারি করছে। চীনের নেতৃত্বে বিশ্বব্যাপী এর পাল্টা শক্তি গড়ে উঠছে। সেলিম বলেন, এই যে বিকল্প ভরসার জায়গাটা এবং সেটাকে অবলম্বন করে যে বিশ্বব্যাপী আরেকটা মেরুকরণ ঘটে যাচ্ছে সেটা তাৎপর্যপূর্ণ।

বামপন্থী এ রাজনীতিক আরও বলেন, এর ফলে যারা এককেন্দ্রিক বিশ্বের স্বপ্ন দেখতো, সেটার সুযোগ যে তিরোহতি হয়ে গেছে, সেটা যে আর সম্ভব নয়, সেটা কিন্তু ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং সেটাই আমাদের বিশ্বসভ্যতার জন্য বড় ভরসার জায়গা।

সেলিম ব্যাখ্যা করে বলেন, ভরসার জায়গা এ জন্য যে বিচ্ছিন্নভাবে এখানে কেবলমাত্র একটা দেশ বা একটা জাতি এ সংগ্রামে লিপ্ত নেই, সারা দুনিয়ার ভেতরে একটা বিকল্প শক্তির সমাবেশ গড়ে তোলার জন্য আজকে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে গণচীন ও তার নেতা কমরেড সি চিনপিং।

হাশিম/রহমান।