নির্বাচন ও হরতাল ঘিরে গণপরিবহনশূন্য ঢাকা
2024-01-07 14:53:04

জানুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের কারণে সকাল থেকে গণপরিবহনশূন্য রাজধানী ঢাকা। ফলে নাগরিকদের হেঁটে বা রিকশায় চড়ে যাতায়াত করতে দেখা গেছে।

রোববার (৭ জানুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিন সকালে রাজধানীর শাহবাগ, কাকরাইল, মগবাজার, বাংলামোটর, কারওয়ান বাজার, পান্থপথ, কলাবাগান ও সায়েন্স ল্যাবরেটরি মোড় ঘুরে কোনও যানবাহন চলাচল করতে দেখা যায়নি। যানবাহন বলতে রিকশা রয়েছে। অনেকেই পায়ে হেঁটে চলাচল করছেন। কেউ কেউ যানবাহনে হিসেবে সাইকেল ব্যবহার করছেন।

এদিকে নির্বাচনকে ঘিরে কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা জয়, ডিএমপি এলাকায় শনিবার (৬ জানুয়ারি) মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে নগরবাসীর ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য বাস চলাচল বন্ধের কোন নির্দেশনা দেওয়া হয়নি। কিন্তু, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে নির্বাচন উপলক্ষে ৯০ শতাংশ বাস পুলিশ রিকুইজিশন করে নিয়েছে।

শুভ/রহমান