চীনের সর্বশেষ মরুকরণ নিয়ন্ত্রণে সাড়ে ৬ লাখ হেক্টরের বেশি বন ও ঘাস রোপন
2024-01-07 14:51:12

জানুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক : চীনের থ্রি-নর্থ শেল্টারবেল্ট ফরেস্ট প্রোগ্রামের অংশ হিসেবে ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে দেশের সর্বশেষ মরুকরণ নিয়ন্ত্রণ প্রচেষ্টা চালু হওয়ার পর থেকে ৬ লাখ ৬০ হাজার হেক্টরের বেশি বন ও তৃণভূমি তৈরি করা হয়েছে। 

১৯৭৮ সালে শুরু করা থ্রি-নর্থ শেল্টারবেল্ট ফরেস্ট প্রোগ্রামটি উত্তর-পশ্চিম, উত্তর এবং উত্তর-পূর্ব চীনে বনায়ন নিয়ে গঠিত, যাতে বালির ঝড় এবং মাটির ক্ষয় রোধ করা যায়। ১৩ টি প্রাদেশিক অঞ্চলকে কভার করে আট-পর্যায়ের প্রকল্পটি ২০৫০ সালের মধ্যে শেষ হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। 

তিনটি অঞ্চলকে লক্ষ্য করে মরুকরণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। দুটি হলো উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের এলাকা, যার মধ্যে আছে ইয়েলো নদীর পাশে ১৫ মিলিয়ন হেক্টর মরুভূমি,  হুনশানতা খ্য এবং হরছিন বালুকাময় এলাকা। অন্যটি মধ্য চীনের হ্যসি করিডোর থেকে পশ্চিমে তাকলিমাকান মরুভূমি পর্যন্ত বিস্তৃত। 

ঐশী/রহমান

তথ্য ও ছবি : সিসিটিভি