বাংলাদেশে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, শান্তিপূর্ণ বলে দাবি সিইসির
2024-01-07 18:52:06

জানুয়ারি ০৭, ঢাকা: বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনার বাইরে ভোট মোটামুটি শান্তিপূর্ণ ছিল।

অন্যতম বিরোধী দল বিএনপির বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ ভোট সুষ্ঠু হয়েছে বলে নির্বাচন কমিশন দাবি করলেও রাজনৈতিক দলগুলো মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে।

ভোটের পরিবেশ নিয়ে কথা বলার সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যমকে বলেন, নৌকা ছাড়া অন্য দলের এজেন্ট তিনি দেখতে পাননি। তিনি প্রত্যাশা করেছিলেন প্রতিপক্ষ দলের এজেন্টরা কেন্দ্রে থাকবেন, বাস্তবে তা হয় নি বলে জানান তিনি।

এদিকে সুষ্ঠভাবে নির্বাচন আয়োজনে সহায়তা দেওয়ার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, অনেক বাধা-বিপত্তি ছিল কিন্তু দেশের মানুষ তাদের ভোটের অধিকারের বিষয়ে সচেতন হয়েছে।

শেখ হাসিনা অভিযোগ করেন, “যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যাদের ভেতর দেশপ্রেম নাই, তারা মানুষের কল্যাণও চায় না।“

গেল ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই উন্নতি হয়েছে বলে মনে করেন তিনি।

ভোটের দিন সকালে রাজধানীর সিটি কলেজে ভোট দেওয়া পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তবে দেশের মানুষ ভোট বর্জন করেছে বলে দাবি করেছেন দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ভোট কীভাবে সম্পন্ন হলো, তা দেশের মানুষে দেখেছে।

সময় আসলে এর পাল্টা জবাব জনগণ দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।   

রোববার কয়েকটি কেন্দ্র পরিদর্শনকালে অন্যান্য জাতীয় নির্বাচনের তুলনায় কম ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা অবশ্য ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ বলেন, জয়ের ব্যাপাারে শতভাগ আশাবাদী তিনি।

অন্য প্রার্থীরা জানিয়েছেন, কিছু এলাকায় কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা কম এবার।

এবার সরাসরি নির্বাচনের জন্য জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ হয় রোববার। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি। ওই একটি বাদে ২৯৯ আসনে লড়ছেন মোট ১ হাজার ৯৭০ প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী; বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী।

অভি/রহমান