সারাদেশে ভোট গ্রহণ শুরু
2024-01-07 14:52:07

জানুয়ারি ৭, ঢাকা: বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ভোট হচ্ছে ব্যালট পেপারে।

এর আগে ভোরবেলা থেকে প্রিসাইডিং অফিসারদের কাছে ব্যালট হস্তান্তর করা হয়। ঢাকার বাইরে উপজেলা পরিষদগুলো থেকে ব্যালট পৌঁছানো হয় বিভিন্ন কেন্দ্রে।

নওগাঁ-২ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ভোটে লড়ছেন মোট ১ হাজার ৯৭০ প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী; বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী।

সারা দেশের ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। এবার মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।

ঐশী/রহমান