যুক্তরাষ্ট্রের ৫ প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেবে চীন
2024-01-07 18:17:00

জানুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের পাঁচ কোম্পানিকে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে চীন। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা এবং বিভিন্ন অজুহাতে চীনা ব্যবসা ও ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত এক-চীন নীতি এবং চীন-যুক্তরাষ্ট্র শর্তের স্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে যুক্তরাষ্ট্র বিভিন্ন মিথ্যা অজুহাতে চীনা কোম্পানি এবং ব্যক্তিদের উপর অবৈধ একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তায় মারাত্মক হুমকির সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি এবং অবৈধ একতরফা নিষেধাজ্ঞা তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। পাশাপাশি চীনা কোম্পানি ও ব্যক্তিদের বৈধ ও আইনগত অধিকার ও স্বার্থও লঙ্ঘন করছে। চীন এ সিদ্ধান্তের নিন্দা ও দৃঢ়ভাবে এর বিরোধিতা করে।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের গুরুতর এ ভুল পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে এবং চীনের বিদেশী নিষেধাজ্ঞা বিরোধী আইন অনুসারে, চীন পাঁচটি মার্কিন প্রতিরক্ষা কোম্পানিকে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে এক চীন নীতি এবং চীন-যুক্তরাষ্ট্র শর্ত সমূহ মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার মৌলিক নিয়মগুলো পর্যবেক্ষণ করে তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করা এবং অবৈধ একতরফা নিষেধাজ্ঞার মাধ্যমে চীনকে লক্ষ্যবস্তু করা বন্ধ করারও আহ্বান জানান। অন্যথায় চীন থেকে শক্তিশালী এবং দৃঢ় প্রতিক্রিয়া দেখানো হবে বলে হুশিয়ারি দেন।

শুভ/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি