আন্তর্জাতিক মেধাসম্পদ সহযোগিতা গভীর করছে চীন
2024-01-06 16:05:09

জানুয়ারি ০৬, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক মেধাসম্পদ (আইপি) ব্যবস্থাপনায় চীন তার সক্রিয় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তার মেধাসম্পদ-বিষয়ক অংশীদারিত্ব অব্যাহত রাখবে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

চীনের জাতীয় মেধাসম্পাদ প্রশাসনের প্রধান শেন চাংইয়ু বৃহস্পতিবার বেইজিংয়ে এক সম্মেলনে মেধাসম্পদ সম্পর্কে তার দেশের অবস্থান জানান।

 

সম্মেলনে তিনি একটি কর্মরিপোর্ট প্রদান করেন। রিপোর্টে বেল্ট অ্যান্ড রোড অংশীদার, ব্রিকস সদস্য এবং আসিয়ান দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক কাজকে আরও গভীর করাসহ অনেকগুলো লক্ষ্য তুলে ধরা হয়, যেগুলো চলতি বছরের জন্য নির্ধারণ করা হয়েছে।

 

চীন গত বছর মেধাসম্পদ-সম্পর্কিত আন্তর্জাতিক সহযোগিতায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে – একথা উল্লেখ করে শেন বলেন, মেধাসম্পদ খাতে তার দেশের অগ্রগতি বিশ্ব মেধাসম্পদ সংস্থা (ডব্লিউআইপিও) থেকে স্বীকৃত পেয়েছে।

 

বিশ্ব মেধাসম্পদ সংস্থার বৈশ্বিক সৃজনশীলতা সূচক-২০২৩-এ দেখা যায়, চীনে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক বিজ্ঞান-প্রযুক্তি ক্লাস্টার রয়েছে। এছাড়া, মেধাসম্পদের সৃজনশীল ব্যবহারের জন্য গত বছর বিশ্ব মেধাসম্পদ সংস্থার দেওয়া গ্লোবাল অ্যাওয়ার্ড প্রোগ্রামে চীন মোট সাতটির মধ্যে দুটি আসন অর্জন করে। - রহমান