গণমুখী সমাজ ব্যবস্থার কারণেই চীনের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে: মুজাহিদুল ইসলাম সেলিম
2024-01-06 20:29:17

জানুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন যে অভূতপূর্বভাবে বর্তমান অবস্থানে এসেছে এবং টিকে থাকতে পারছে, উন্নয়নের ধারায় অগ্রসর হতে পারছে তা কোনো আশ্চর্য ব্যাপার নয়। এর মৌলিক কারণ হলো চীনের সমাজ ব্যবস্থা সাধারণ মানুষের স্বার্থের অনুকূলে। এটা সাম্যের পথে, সমাজতন্ত্রের অভিমুখে একটা সুনির্দিষ্ট লক্ষ্যের পথে অবিচল থেকে অগ্রসর হয়েছে।

শুক্রবার চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রাক্তন সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, দুনিয়ার বিরাট বিরাট অর্থনীতি যখন একটা বিপর্যয়ের মুখে এবং সব দেশ আক্রান্ত হয়েছে, কিন্তু চীনকে তা আঘাত করতে পারেনি। এই আশ্চর্য ঘটনার কারণ হলো, চীনের সমাজ ব্যবস্থা, কমিউনিস্ট পার্টি, তার পলিট ব্যুরো এবং কমরেড সি চিনপিংয়ের নেতৃত্ব। তারা যে সঠিক পথে অগ্রসর হচ্ছেন, ভিন্ন একটা পথে অগ্রসর হচ্ছেন, সেটাই তার কারণ।

শুধু পরিমাণের দিক থেকেই চীনের অর্থনীতি বিকশিত হচ্ছে তা নয়, বরং এর উচ্চ গুণগত মান রয়েছে উল্লেখ করে সাবেক সিপিবি সভাপতি বলেন, পরিবেশ-প্রকৃতি সম্পর্কে চীনের সচেতনতা, এবং সেগুলোকে উন্নয়নের একটা অংশীদার করে সেই ভিত্তিতে তারা এগিয়ে যেতে পারেন, সেটা কিন্তু সুস্পষ্টভাবে সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। এ পথ অনলম্বন করে, চীন আরও নতুন নতুন সাফল্য অর্জন করবে এবং তার ভিতর দিয়ে চীন এবং চীনের জনগণ উপকৃত হবে এবং সারা দুনিয়ার সামনেও একটা বিকল্প পথ হিসেবে চীনের দৃষ্টান্তটা কাজে লাগবে বলে মনে করেন মুজাহিদুল ইসলাম সেলিম।

হাশিম/রহমান।