৪ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ২০২৪ সালের মহাকাশ মিশন শুরু
2024-01-06 16:01:53

জানুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক: এক সঙ্গে ৪টি স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে ২০২৪ সালে মহাকাশ মিশন কার্যক্রম শুরু করলো চীন।

শুক্রবার দেশটির উত্তর-পশ্চিম গোবি মরুভূমিতে চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে খুয়াইচৌ ১এ ক্যারিয়ার রকেটে করে এসব স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০মিনিটে আবহাওয়া পর্যবেক্ষণ নেটওয়ার্কের চারটি স্যাটেলাইট নিয়ে রকেটটি যাত্রা শুরু করে। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন এসব তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ স্যাটেলাইটগুলো পুরো পৃথিবীর বায়ুমণ্ডলীয় পরিবেশ পর্যবেক্ষণ করবে এবং ও সম্পর্কিত জরিপ চালাবে।

এটি খুয়াইচৌ ১এ  ক্যারিয়ার রকেটের ২৫তম মিশন। এছাড়া গত দুই সপ্তাহের মধ্যে এটি ছিল তৃতীয় মিশন। আগের দুই মিশনে মোট আটটি আবহাওয়া পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠানো হয়েছিল।

চীনের স্পেস সানচিয়াং গ্রুপ এ রকেটটি তৈরি করেছে। রকেটটি ২০ মিটার লম্বা এবং প্রায় ৩০ মেট্রিক টন ওজন বহনে সক্ষম।

এরোস্পেস নলেজ ম্যাগাজিনের প্রধান সম্পাদক ওয়াং ইয়ানান বলেন, “খুয়াইচৌ ১এ রকেটটি ২০২৩ সালে ছয়টি উৎক্ষেপণ মিশন সম্পন্ন করে। সবগুলো মিশনই সফল ছিল। এর থেকে রকেটটির কর্মক্ষমতা বোঝা যায়।”

গত বছর চীন মোট ৬৭টি রকেট উৎক্ষেপণ করেছে এবং এর মধ্যে ৪৭টি লং মার্চ ক্যারিয়ার রকেট ছিল।

শুভ/রহমান

তথ্য ও ছবি: চায়না ডেইলি