চীন-যুক্তরাষ্ট্র সহযোগিতা এখন আর ঐচ্ছিক নয়
2024-01-06 16:00:45

জানুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন-যুক্তরাষ্ট্র সহযোগিতা এখন আর ঐচ্ছিক নয় বরং একে অপরের জন্য এবং বৃহত্তর বিশ্বের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার বেইজিংয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

ওয়াং ই বলেন, “দুই দেশের রাষ্ট্রপ্রধান দুই দেশ ও বিশ্বের কল্যাণে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। গত ৪৫ বছরে চীন-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন জটিলতার মধ্য দিয়ে এগিয়ে গেছে।”

সংবর্ধনা অনুষ্ঠানে ওয়াং ই গত ৪৫ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের শান্তি, সহযোগিতা এবং উভয় পক্ষের জন্য লাভজনক বিষয়গুলোর ওপর জোর দেন।

তিনি বলেন, “শান্তি হল চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের মৌলিক ভিত্তি। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোনও দ্বন্দ্ব বা সংঘর্ষ মানবতার জন্য কল্যাণকর নয়। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা এখন আর ঐচ্ছিক নয় বরং উভয় দেশ ও বিশ্বের জন্য অপরিহার্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বৈশ্বিক আর্থিক সংকট মোকাবেলার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় বিশ্ব চীন-যুক্তরাষ্ট্রের শক্তি প্রত্যক্ষ করেছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে দুই দেশের মধ্যে প্রায় ৭৬ হাজার কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ২৬ হাজার কোটি ডলারের দ্বিমুখী বিনিয়োগ রয়েছে।”

এ ছাড়া অনুষ্ঠানে ওয়াং ই দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে তিনটি প্রস্তাব তুলে ধরেন।

শুভ/রহমান

তথ্য ও ছবি: সিজিটিএন